এখনও গোলা-বারুদ বসন্তের ছেঁড়া পাল তোলা নৌকা
পৌঁছায়নি মাঝ গঙ্গায় ,
তবুও আজ বিক্রমাদিত্যের ভয়ে
ভীত কালিদাস ।

কংক্রিটের দেওয়াল ভেদ করে পায়রার বকম বকম
আর শিশু বট ।

নিত্য-পুরে রম্ভা-সতী ধর্ষিত হচ্ছে রাবণের দ্বারা , কারণ
দমকলেও আগুন নেভানো যায় না মাছরাঙার ঠোঁটের ।

আত্ম-খনি থেকে কোকিলের শীৎকারে
মেঘের গর্ভধারণ --- নিম ।

উজ্জ্বলতার ভিড়ে ন্যাকা নায়িকা
রামকৃষ্ণ মিশনের ভিখারি ফুটপাত ।

জীবন মন্ত্রী ত্রাণ তহবিলে বিলোচ্ছেন
বস্তুবাদের লাশ ।

রাষ্ট্রে রাষ্ট্রে মিছরির ছুরি মাৎস্যন্যায়
একদিন পুড়ে ছাই ,
চাঁদে গিয়ে বাস করবো
তাই টাকার কুমীর হওয়া চাই ।

হিমোগ্লোবিনে কর্কট -
শ্রীকৃষ্ণের গোড়ালি তাক করছেন ব্যাধ ।

পর্ণস্টার সন্তানকে দিচ্ছেন মাতৃ-দুগ্ধ ।

জনতার ভিড়ে আমরা সকলেই
নিজস্ব বিচারের প্রেতাত্মা আইনস্টাইন ।

লিপ-লকের সুনামিতে গণতন্ত্র এবং  
স্বার্থ-বাদের নতুন ঈশ্বর-কণা ।

নিউক্লিয়াসে
হিরোশিমা-নাগাসাকির পরাণ বন্ধুয়া ।

দেখো , পৃথিবী একদিন মৃত গোলোক হয়ে যাবে...

চার-ভাগ জলে জন্ম নেবে একদিন আবার ...

নব মানবী নৌকার প্রতিশ্রুতিতে ।।