সুক্ষ সঙ্কোচে ফন্দি বানচাল
মূর্খ মুগ্ধে
হ্রেষা ।
চর্চা মর্দন , চার্জে চিরকূট
চিংড়ি-ইলিশে
কিসসা ।
চালুনি চালেতে , অহি-রা হাঁচিতে
কাঁচিতে কাটিবে
দেশভাগ ।
রসনা রশিতে , তুরীয় বাঁশিতে
পাজিরা মামদো
ডাল-ভাত ।
রুদ্র-অষ্টক , শোষকে পিষ্টক
ঘোষকে ডুব
কালো-ময়লা ।
শুঁড়ি বা শুটকি , মুড়ি বা মুড়কি
ভদ্র হলে
জান-কয়লা ।
আভাসে সজ্জা , মগজে গোসসা
শূন্য ভাঁড়ারে
ফাঁসবে ।
ভেজালে সন্ন্যাস , কেশেতে বিন্যাস
বিহারে নির্যাস
ভাসবে ।
ডাকাতি পণ্য , তালু নগণ্য
মনে অরণ্য
মন্থন ।
বাসাটি পরবাস , আশাটি মধুমাস
অষ্ট-মার্গের
ক্রন্দন ।
ভালোটি হতে চাও , মানুষে মন দাও
মানুষে মন দাও
এক ঈশ্বর ।
নিবিড় গভীরে , মিলিত শিবিরে
এক উৎস খুঁজে যাও
অন্তর ।