( বিদ্যাপতি-র রাধা - এ ভরা বাদর মাহ ভাদর
শূণ্য মন্দির মোর । ...)
ঘড়িতে দম নেবো ,
কাঠিতে মন দেবো ;
গাছেতে বাঁদর !
অঘোরে আলোচনা ,
শ্রীঘরে চাঁদ-পানা ;
নকল আতর !
সাঁতারে পাড় হবো ?
কাতারে বুলি ওড়াবো ---
রসের নাগর !
সাগরে ডুব দেবো ?
ভাদরে সুখ দেবো ?
--- বাতেতে কাতর !
আকরে ঘুম যাবো ,
স্বপ্নে পা চালাবো ,
কর্ম ? --- ছুতো-র !
জাবরে ফাঁদে যাবো ,
প্রিয়টি মন নেবো
নবীন আদর !
চাদরে ঢেকে দেবো ,
ভাইয়েরই বুক নেবো ,
রক্ত ? --- নাছোড় ।
কামেতে আঁচরে দেবো ,
বাঁচালে ? --- মর্গে পাঠাবো ;
বাঙালি বিভোর !!!