যাদের সাথে ভুলের খেলা ভৌম জলের সান্নিধ্যে আসে ,
তার পারিপার্শ্বিক সূচক ধোঁকা দেয় ।
বরাহ-নন্দন বন্দর । বানরের ইতিহাস ।
সূচক মাপ । সূচক মাপ ।
জানোয়ারটা , চুপ কর ।
ধর , ধর , ধর-পাকড় ।
আচ্ছা , ভুল বোঝ , সব বোঝ ;
বুঝে নে রে মনটা ...
ক্রিং ক্রিং , ক্রিং ক্রিং ...
ঘণ্টা ।
কাঁচা লঙ্কা , লব ডঙ্কা ,
কলাবতী - অতি সতী ;
পড়ি যত ইতিহাস ;
হয় নত , হৃদ ক্ষত ;
বর্তমান , বারোমাস ।
ভাঁড় মশাই বিদ্যুৎ ,
শব্দ-মগজ-মিথ্যুক ;
ঘিলু চেবায় মনটা ...
ক্রিং ক্রিং , ক্রিং ক্রিং ...
ঘণ্টা ।
ঘটমান - বর্তমান
অভিযোগ - অভিযান
সর্ব শোধ - সর্ব মান
আফগানিস্থান - পাকিস্থান ।
এ-দিক যা , ও-দিক যা
যা পাবি সব চেটে খা
অন্তরে থাক আর্ষ ঘা
অতি রতি মধ্যমা ।
ভাস্যমান - ন্যুব্জ-মান
আন্তরিকে আত্ম-ম্লান
শব্দ ঘুম হয় নিঝুম
ভূ- শাবকে আস্থাবান ।
বিদ্রুপ । বিদ্রুপ । বিদ্রুপ ।
অন্তর । যন্তর - মন্তর ।
পাঠ্য , পথ্যের পরিবার ,
আগ্নেয় অস্ত্রের গুহ্য-দ্বার ।
হার । হার । হার ।
তোরা সবাই হরিবোল দে ।
হে গৌরাঙ্গ , বিষয়ে বিভঙ্গ
কত রঙ্গে বঙ্গ ।
ব্যাঙ্গ বান - নিপাত যান ।
কিন্তু , হলে কী হবে ?
হরি , ওরা সব খাবে ?
সাধারণ পাবে কী ?
সারা জীবন নাঙল চষে ... ফাঁকা হাত ?
ছিঃ !!!
( শোন )
গোবর্ধন , বৃন্দাবন ,
খাঁচা বন্দী গৃহকোণ ...
মাঙ্গলিকে মিটিয়ে আশা ,
আ মরি বাংলা ভাষা ...
ভাষা নয় , ও-সব ভাষান্তর ।
---
ও হরি - এখানেও অন্তর ?
আচ্ছা , শোন বলি কানে কানে ...
আগামীর গ্রামোফোনে ফুচকার দাম যাবে ন্যস্ত ,
সাধারণে খুব খাবে , খাইবার ---
নন্দিনী ,
মানুষের মন যেন কোনটা ---
ক্রিং ক্রিং , ক্রিং ক্রিং ...
ঘণ্টা ?
সত্যি সত্যি মন ,
রক্ত - মাংস ছিঁড়লে যেন
বাজে গ্রামোফোন ।
( অবশেষে , নেতা এসে ব্যাপারটা ধামাচাপা দেন । এবং বলেন...)
" বলিদান দেনা হে ,
হাজার বার দেনা হে । "
ফির---
চিড়িয়া উরর ,
কাওয়া উরর ,
পাখি ফুরর...
অনুপম ২৮/০৫/১৬ ।