হারাতে আবার বয়স লাগে নাকি,
এমনই হারিয়ে যাওয়া যায়
যেমন লাল গ্যাস বেলুনের ঝাঁক,
নীল আকাশে হারিয়ে যায়
যেমন ডিঙ্গি বেয়ে জেলেদের দল,
মাঝ সমুদ্রে , দূরে হারিয়ে যায়
এমনই ভাবেই তো হারিয়ে যাওয়া যায়
সেদিন ছুটি ছিল, বৃষ্টির সকাল ,গরম চায়ে চুমুক দিয়ে
রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ,
সেই যে তোমায় ভেবে হারালাম
ঘোর কেটেছে পাক্কা দু ঘন্টা পর
আর, সেদিন যে তাড়াতাড়ি তৈরী হতে গিয়ে
তোমার দেওয়া কলমটা হারালাম
সেটাও মিলল শেষে কালো জিন্স তার ব্যাক পকেটে
তাও অনেক খোঁজা খুঁজির পর
বিশ্বাস করো, এই দুই বার হারানোর আগে কিন্তু
আমিও বুঝিনি যে আমি হারাব
এমনই হারিয়ে গেছিলাম
ঠিক সেদিন যখন তুমি কোনো কারণ ছাড়াই বললে
যে আমাদের সম্পর্কটা আর এগোনো সম্ভব নয়
আমার দুটো চোখ তোমার দিকে
প্রশ্নের পর প্রশ্ন ছুড়ল
আর তুমি মাথা নিচু করে সব এড়িয়ে যাচ্ছিলে
সেদিন ঠিক এমনই ভাবেই হারিয়ে গেছিলাম
বিশ্বাস করো, সেই বারও হারানোর আগে
আমি কিন্তু বুঝিনি যে হারিয়ে যাব
এমনই হারিয়ে গেছিলাম
আসলে হয়ত
সেদিন তোমাকে হারিয়ে ফেলেছিলাম
শুধু তাই নয়,
কোথাউ একটা নিজের কাছেও
খুব হেরে গিয়েছিলাম