ওই যে ওরা তাকিয়ে আছে আমাদের দিকে
ওদের নাম সমাজ
ওরা ঘর বাঁধতে না দিলেও,
ঘর বানানোর নিয়ম ওরাই বানায়।
ওরাই কখনও কোনো পিশাচকে সর্বেরসর্বা
আবার কোনো সত্যবাদী অসহায়কে পায়ের ধুলো বানায়
ওদের নাম সমাজ।
সবটাই ওদের স্বার্থ মতন
সবটাই ওদের ইচ্ছা মতন
ওরাই আমাদের কষ্টতে
দুঃখী মুখে মিচকে হাসে
আর আনন্দের দিনে
কব্জি ডুবিয়ে খেতে আসে
ওরাই রাতে অন্যের ইজ্জত হাতড়ায়
আর সকাল হলেই সাধু সেজে
ভগবানের নামে কাতরায়
ওদের নাম সমাজ