আমি খুঁজে বেড়াই
তোমার অস্তিত্ব
কোন এক ভোমরের ন্যায়।
তুমি কে? কে তুমি?
কোথায় লুকায়িত হলে?
বিষন্ন হয়ে থাকি, কেউ বলে
এটা পাগলামি।
যদিও তোমার আমার প্রেমের
আত্মউপলব্ধির বিন্দু মাত্র
অনুশোচনা নেই তোমার মধ্যে।
তবে কেনোই বা কাছে ডাকো!
আবার আমার অস্তিত্ব কে
বিলুপ্ত করে দেও।
তুমি বড়োই মায়াবী!
মায়ার জালে পৃথিবীর সকল যুবককে
দংশনে দংশনে পাগল করে দাও!
তবুও বলো আমার অপরাধ কি।
পৃথিবীর পুরুষ শূন্যতার কারণ হবে
তোমার মতো মায়াবী।
মাঝে মাঝে মনে ব্রহ্মচারী হওয়ার সাধ
জাগে তবে কোথায় যেনো গুলিয়ে যায়
তব দর্পন দেখলেই ।
তোমাকে কাছে পেতে বড়ো সাধ জাগে!