নারী তুমি শুধু
কামনার বস্তু নও,
তুমি কারো মা,
কারো ভগিনী,প্রেয়সী।
তোমার আগমনে কোটি বক্ষে
জাগে প্রাণ।
পৃথিবী হয়ে উঠে
স্বর্গময় স্বপ্নীল।
কোটি হৃদয়ে আশা জাগে
নতুন করে বাঁচার।
মানুষ বুঝতে শিখে
আগুন-পানির পার্থক্য।
বুঝতে শিখে নক্ষত্র খচিত
চাঁদনী রাত,মায়াময়
এক পৃথিবী।
আরো বুঝতে শিখে
প্রচণ্ড উত্তপ্ত জীবন যুদ্ধ ক্ষেত্র
এক দিন! যাতে বীরবেশে
সগৌরবে বাঁচতে।
আরো শিখে সুন্দর
নামক এক শব্দকে।
তেমনি সৌন্দর্য্যর মতই
নিষ্পাপ নিষ্কলুষ কিছু সম্পর্ক;
যার বাঁধন এক জনমে ছিন্ন
হওয়ার নয়।
এই সম্পর্কের টানে জনম জনম
বাঁচার সাধ জাগে।
এই কথাটাই বুঝে না বর্বর জাতি
তোমার উপর উঠায় কালো হাত।
তোমা হতে সত্য,সুন্দর,
আলো-বাতাস,পাপ-নিষ্পাপ
বুঝতে শিখেছি।
তোমা হতে সৃষ্টি বিশ্বের সমস্ত
মানব মানবী।
মমতাময়ী-করুণাময়ী,তুমি,
মহাবিশ্বে একমাত্র অভয়াশ্রম
তুমি, বিশ্বজননী।