আমারে চিনি নাই আমি
জগদীশ ও বুঝি চিনিল না মোরে,
তুমি কি চিনিয়াছিলে? হয়তো
চিনিলেও চিনিতে পারো
দুই দিনের তরে।