সুন্দর হে, তুমি এমনই সুন্দর!
যখন তুমি এলে পৃথিবীর সমস্ত
সুন্দরেরা মুখ লুকালো।
যুগ জনমের চাওয়া,তুমি চির পাওয়া,
পেয়ে তোমায় পূর্ণ হৃদয়,
আর পাওয়ার আর ঠাই নাহি রয়,
হাজার চাওয়া, হাজার পাওয়া
চিরতরে ঘুচলো।
শান্ত দেহ,ক্লান্ত আঁখি চির শান্ত মন,
উত্তর হতে দক্ষিণ মেরু
বহে ভীরু বসন্ত পবন,
গাছে গাছে পাখির কূজন,
বন জুড়ে আজ ফোঁটে প্রসূন
সুবাস মাখা হিমেল হাওয়ায়
স্বপ্ন সাধ আজ মিটলো।
আকাশ জুড়ে তারার মেলা,
নদীর বুকে চাঁদের খেলা,
সরে যায় আজ মেঘের ভেলা
নিয়ে সকল তিমির জ্বালা,
না পাওয়ার সব শঙ্কা আজ
চিরতরে হারালো।
পাহাড় বেয়ে ঝরনা নামে
যে অজানার টানে,
নদী কিংবা সাগর বারি
ছুটে চলে যার পানে,
ঝিরঝিরিয়ে বৃষ্টি নামে
রিনিঝিনি গান প্রাণে,
রাখাল যাকে খোজে ফিরে
করুণ বাঁশির টানে,
সেই তুমি আজ ধরাশায়ী
পিয়াসী মন যাকে
হন্যে হয়ে খুজলো।
রংধনু আর বজ্র মিলে
মেঘের সনে বাহানা,
হাজার রঙে মন রাঙিয়ে
মেঘেরা আজ সেয়ানা,
পুব আকাশে সোনালী রোদ
মহাকাল আজ দেওয়ানা,
কালের বুকে রইবো ঝেঁপে
কাল হতে কাল কালান্তরে
হারাতে আজ নেই মানা,
সব হারিয়ে তোমায় পেয়ে
আবেশে আজ কবি হৃদয়
চক্ষু দুটি মুদলো।।