প্রয়োজন, ভীষণ প্রয়োজন,
বড্ড প্রয়োজন তোকে,
কী আর করি হলো দেরি
চাতক জানে কী দেখে!
রাত কাটে না ঘুম আসে না
থাকি আর কত জেগে?
দিন রজনী একাকিনী
এক আকাশের তারা গুণি,
হাওয়ার খামে পাঠাই চিঠি
খুলে দেখো ও সজনী,
মনের কথা জানবে হেথা
কেমন আমি বুঝবে তুমি
শুধু আমায় না দেখে,
মনের কথা কইনা আমি
পাছে লোকে শুনে,
যে কথা কইবো তোমায়
রেখে গেলাম বটের ছায়ায়,
আসো যদি এ পথ ধরে
বটবৃক্ষ যতন করে
দিবে সেই পত্র খানা
যাহা সে রেখেছে লিখে,
নয়নজলে নদী হলো
নদী যেয়ে সাগরে মিশলো,
আশার প্রদীপ নিভু নিভু
তবুও আশা আসো কভু,
কই আর এলে
এই কী ভালে?
আশায় আশায় দিন ফুরালে,
তবুও আমি লিখে যাই
না বলা সেই উপাখ্যান
হাজারো ইচ্ছের,হাজারো স্বপ্নের
সাজানো সেই বাগান
তোমার তরে গেলাম রেখে....