আর কেউ না চিনুক,তুমিই সেই ব্যক্তি,
যে তোমার পাগলকে চিনতে পেরেছো!
ছদ্মবেশী মুখোশ পরা এই শহরের
অলিতে, গলিতে,রাতের কালো অন্ধকারেও
জেগে থাকে সন্তর্পণে তোমার কালো চোখ,
অধর ধরার আশা নিয়ে ছায়ারাও যে
সঙ্গী হয়,আর কেউ ফিরে না তাকালেও
তুমিই সেই ব্যক্তি, যে একবার হলেও
তাকিয়েছো!
অবারিত প্রান্তর ধূ- ধূ  মরুর বালুচর
হয়তো দলিত করে নি সকলে,
হয়তো ফাগুনে নির্জন অরণ্য পেরোয় নি
সকলে,শুনে নি ও তাই শুকনো পাতাদের
ঝড়ে যাওয়ার শেষ গান,তুমিই সেই ব্যক্তি,
যে একবার হলেও শুনেছো!
দূর আকাশের রংধনু আর সমুদ্র বুকে
অস্তমিত সূর্য  অনেকেই হয়তো দেখেছে,
ঢেউয়ের তালে তালে সময় ও সমুদ্র পাড়ি দিয়েছে,
সাতরঙা রঙের বাহার হারায় যে দূর অজানায়,
অনেকেই ভাবে নি তা, তুমিই সেই ব্যক্তি,
যে একবার হলেও ভেবেছো!
তেমনি কত কথার ভিড়ে হারায় কত কথা
মহাকালের স্রোতে,কত কথা বলে লোকে,
তুমিও বলো আমিও বলি কারণে অকারণে
বহুবার,হয়তো হাজার কথার কলরবে আমিও
বলিনি," আমি যে তোমার পাগল!"
তোমার পানেই ছুটে চলেছি অবিরাম,
কি এমন ক্ষতি হয়? তুমি না হয় হলেই আজ
শুধু কল্পনাময়,তবুও হারাক কালের স্রোতে
না বলা সে কথা, তুমি আমি হেঁটে যাই
হাতে রেখে হাত,জীবন নদীর তটে জীবনের এই
পথ! কি চেয়েছি, কি পেয়েছি, ধরে নিই
তুমিই একমাত্র সেই ব্যক্তি,
যে একবার হলেও বুঝে নিয়েছো!