যখন সব হারিয়ে বুঝলাম
হারানো কি জিনিস, তখন
হারানোর আর দুঃখ নাই।
যেদিন বুঝলাম নিজেই হারিয়ে
গেলাম, তুমিও হারিয়ে গেলে
দূর হতে দূরান্তরে,
আমিও নিঃস্ব সেদিন থেকে
পৃথিবী ভরা লাখো লোকের ভিড়ে।
হারাতে হারাতে যেদিন
দুইজন দুই সীমানায়,
হারানোর তরী ভাসে
অন্তহীন হারানোর দরিয়ায়,
সেদিনই বুঝলাম এই হারানোর
কতটা ফারাক,যেথায়
ফেরার আর রাস্তা নাই।।