তুমি ছিলে, তুমি আছো,তুমি থাকবে,
তোমার মাঝে আমি আর আমার মাঝে তুমি,
আমার নয়নে তুমি বিশ্ব সংসার দেখবে।
জল ছাড়া নদী অচল,নদী ছাড়া পানি,
পাশাপাশি থাকবো দুজন এইতো শুধু জানি,
ঝড়- বাদল আর শত ঝঞ্জাট একসাথে পেরোবে।
তোমায় ঢেকে আমায় খুঁজি, আমায় ঢেকে তুমি,
সাত সাগর আর তেপান্তর এই জীবন মরুভূমি,
হয়তো আমি পাবো তোমায় নয়তো তুমি পাবে।
পেলে হয়তো মনে রাখতে, নয়তো ভুলে যেতে,
আমিও কি সারাজীবন কপাট খুলে রইতাম কান পেতে,
ভুল করে আবার যদি আসো ফিরে তবুও কি রবে।
নাইবা এলে গেলে চলে ভাসব কি চোখের জলে,
ভাবছো তুমি কেমন আমি, তাই আমি যা করে গেলে,
পাষাণ বুকে পাথর চেপে থাক যদি আমারও না হয় তাই হবে।
দিগ্বিদিকে ছুট যদি,তাকাও যদি দূর আকাশে,
হয়তো সেথায় নেইকো আমি সবকিছুই ফ্যাকাশে,
নয়তো কোথাও নেইকো তুমি অন্ধকারে  সব হারাবে।
একদিন এসেছিনু হেথায় যেমন তুমিও এসেছিলে,
শ্বাশত নিয়মে ভালোবেসেছিলাম তোমায় তুমিও বেসেছিলে,
তুমি মরে গিয়ে নিষ্কৃতি পেলে আমিও ভাবছি তাই:
কোন সাধনায় এত সুখ মিলে।।