আর কি আছে চাওয়ার বাকি?
মনের চোখে যদি দেখি,তুমি পাশে ছিলে
পাশেই আছ,তুমি আমি আজও
পাশাপাশি।
চারপাশটা বড় শান্ত আজ,নেই
কোন কোলাহল,সুনসান নীরবতা,
দক্ষিনা হাওয়া বয়,জোনাকিরা ডেকে
কয়,তোমার সনে আজ মেঘের কি কথা।
শুনে বকুলের প্রাণ আনন্দে হয় আটখান,
এতদিন পরে বুঝি এলো মেঘরাজা,
আসুক,আজ টেনে দিব কান!
বাতাসে আজ ফুলের সুবাস,
কোমলতায় বেড়ে উঠে স্নিগ্ধ সবুজ
ঘাস।
ঝিঁঝিঁরা ও আজ সুর ধরেছে
অজানা এক সুর,
চিরশত্রু অনিলে আজ কেন
এত সুমধুর?
পাখিরা ও আজ যে যার ভাষায়
গাইছে কতোই গান!
কোকিলটা ও আজ জো ধরেছে
গলায় দিয়ে শান।
জোছনারা ও আজ জেদ ধরেছে
আধাঁর তাড়াবার,
ফুলেরা ও আজ পসরা সাজায়
কার কত বাহার!
আধাঁর হারায় ঝোপের ছায়ায়
আলোরা ও তায় খুজে বেড়ায়।
দূর আকাশের তারকাগুলো
ছড়িয়ে দিয়ে সকল আলো
ওরা ও যেন বলছে কিছু চোখের ইশারায়।
তোমার আসার সময় হলো,
আলোক জ্বলা জোছনা জোনাকিরা
কোথায় লুকালো!
ঝোপ-ঝাড়ের  সব আধাঁরেরা ভুবন
জুড়ে তাড়া করলো,
যখন ছায়া হয়েও ছায়া হারাই
শঙ্কায় গা শিউরে উঠলো,
তুমি এলে ডাকলে আমায়
চক্ষু দুটি অন্ধকারে হারালো।
মনে মনে বলি এত কালো?
তুমি যেন শুনতে পেলে,
ধরলে আমায় বাহু তুলে।
গগণ পানে চেয়ে দেখি
হঠাৎ আলোর আঁকিবুঁকি,
ফিরে দেখি হাসছো তুমি, কি
সুন্দর! নির্মল সেই হাসি।
পুলকে আজ স্নিগ্ধ তনু ভাসে অকূলে,
বৃন্তচ্যুত হয়েছি কখন? ঘাসেরা দেখি দিয়েছে
নরম চাদর তুলে, বলছো তুমি বসে থাকবে
সারাক্ষণ কথার ডালি খুলে। তোমার কথা
তুমিই বললে,অপ্রতিদ্বন্দ্বী তোমার হাসি,
ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলো,শীতলতায় ভুবন জুড়ালো,
তুমি যে এনেছ বৃষ্টি রাশি রাশি,তবুও ছিলাম, আছি, থাকবো
আমরা পাশাপাশি।।