সুদিন রে তুই ফিরে আয়
ডাকে আমজনতায়,
থাকিস না আর মুখ ফিরিয়ে
দেখ না একবার ঘাড় ঘুরিয়ে
তোকে ছাড়া কী হালে দিন যায়!
তুই যে সবার নয়নমণি
তুই হইলি রে সুখের খনি
আরাধনার দেবী রে তুই
তুই যে মুক্তির উপায়!
দিস না রে তোর কানে তালা
সইবো কত মরম জ্বালা
দ্বীন-আর্তের এই কথার ডালা
তোর কানে যেন পৌছায়,
অমাবস্যা পূর্ণিমাতে শশী রুপ বদলায়
বানের জলে নদী ভাসে
গতি পথ পাল্টায়
তোর কী রে আর নাইরে বদল
রইবি কী তুই চির অচল
তোর কাছে আজ এই মিনতি
করিস না তুই অন্য মতি
হইলে যে তোর সুমতি
দুঃখীর দুঃখ যায়,
রাখ না রে তোর মান- অভিমান
তোর মানে আর কী আসে যায়
তোর মানে যে অবনীর মান
বুঝেও যদি বুঝিস না রে
কেমনে বুঝাই হায়,
রেখে দে তোর মানের খেলা
করিস না আর হেলাফেলা
দুনিয়াটা রঙের মেলা
রঙ- বেরঙে মন সাজাতে
রঙের ঢেউ ছড়িয়ে দিতে
তুলে নে রে সকলকে তুই
তোর রঙের ভেলায়!
এই প্রার্থনা নয়কো আমার
এই প্রার্থনা আমজনতার
কবির কলমে ঝরে
আশা রাখি আসবি ফিরে
আসতে তোকে হবেই হবে,
সুদিন রে ও সুদিন আয় রে ফিরে আয়...!