হাসির সাগরে ভাসিগো আমি
দেখে তোমার ছলাকলা
ভালোবেসেছি যতো পুড়েছি ততো
তুমিও শেষে দেখালে খেলা!
চেয়েছি যতোই আপন করে
ততোই গিয়েছো সরে
বুঝিনা তোমার মন্ত্রণা,
দয়ার্দ্র চিত্ত তোমার
আছে গো সবার জানা
অনুকম্পিত হস্তে তোমার
কেমন করে হায় সৃজিলে
বিশ্বমানবের যন্ত্রণা!
অধীনের অধীন তুমি
দ্বীনের বন্ধু জানি গো
আছে তোমার করুণার সিন্ধু,
দাও দাও এক বিন্দু
তৃষিতের জল
হউক দূর সব অশোভন
সকল অমঙ্গল,
নিদ্রাগত থেকোনা আর
মেলো গো নয়ন,
বুঝে যাক এ জগত-সংসার
কতো সুন্দর এ জীবন!
তবুও ডাকি গো তোমায়
ওহে সর্বময়,
বিশ্ব-সংসারের তরে
আবার তোমার
হউক উদয়!