.                             এক যুগ পরে-
ফুটিয়া  উঠিল  কাননে  কুরিঞ্জির* ফুল ।
ঝরিয়া  সাঁঝে,   গোলাপ  ভাবে  অন্তরে-
‘কত জনমে ভাঙিবে মোর জীবনের ভুল !’


(রচনাকালঃ  ১৩/১১/২০১৬ ।)
















______________________
* কুরিঞ্জি নীল রঙের ফুল বিশেষ যা ভারতের
নীলগিরি পর্বতাঞ্চলে (তামিল নাডুর বহুল পরিচিত
কডাইকানাল সহ) পাওয়া যায় । এই ফুল বার
বৎসর অন্তর এক বার ফোটে । আগামী
২০১৮ সালে তার ফোটার কথা ।