কিছু কিছু কথা কবিতা হয়...
অলস সময়-
পিঠ বাড়িয়ে থাকে ছায়া-মাদুরে !
মধ্যাহ্ন-সূর্য্য পাতার ফাঁক-ফোকর গলে-
কানের গোড়ায় যখনই এসে পড়ে-
কথাকলির বিহ্বলতা মাড়িয়ে,
বিদ্যুৎ-ঝলকে
বাজপাখি হয়ে ওঠে মন
থমকে যায় নীরব দুপুর...
মনে হয়-
কিছু কথা তাই স্বপ্নেও বাঙ্ময়...
(রচনাকালঃ ০২- ০৮- ২০১৭।)
.