'' শীতের রৌদ্র, তুমি যেও না,
পাথরের বুকে তাপ কতক্ষণই বা থাকে ?
তবুও বরফে লীন হয়ে গলায় জল ।
রুকনির নীরব নীরে ও কী !
(ভাঙা কাঁকন যেন ঝলকিয়ে ওঠে ।)
হয়তো ওরা চলে গেছে কবে- তাই পড়ে
আছে স্তব্ধ শ্মশান ; জানি না কোন সে রূপসী
ফেলে গেছে তার সবুজ শাড়িখানি,
শ্যাওলায় লেগে আছে ছাই- পাড়ে ডাকে
সহরুক, কাঁঠালি চাম'এর পাতা ঝরে
অবিরাম, হিমেল হাওয়ায় ... ''
বিকেলের এক চিল্ তে নরম রোদ
আমার হৃদয়ের গভীর বেদনা ছু্ঁঁয়ে যায় ..
হায় ! প্রীতি, পুড়ে-পুড়ে দেখিয়ে গেছো
অসীমে হারিয়ে গেছে পথ ; ধোঁয়া
ক্ষীণ হ'তে ক্ষীণতর ;
তবুও যেন ফুৎকারে জ্বলে ওঠে
ভস্মে ঢাকা আগুন ।
কোথা যাব আমি ? নদী যবে সমুদ্রে পৌঁছে যায়,
জানি, স্রোত তার থাকে নাকো, তুমি তো
পথিক তারার মতো
আবার এসেছো অস্তাচলের ঘাটে !
(রচনাকালঃ ১৯৯০, ১৯৯৯ ও
০৬-০৯-২০১৬)
.