( বিজ্ঞান কবিতা )
কাজ আসছে যে- সুদিন বলবো কি ?
পুরনো ঘরবাড়ি- মান্ধাতা কল;
বুঝি এবার- পাল্টাবে ভোল...
যাঃ বাবা ! প্লাম্বার এসে শুধু ইস্পিণ্ডিল সারাই করে,
দায়িত্বের হাত ধুঁয়ে গেলো...
পাহাড়ী ঝর্ণা যদি চান ঘরে প্রতিরূপ
সুপ্রবাহ নাকি উদ্দাম... সবটাই হাতের মুঠোয়;
তবুও মনে যে একটা ‘কিন্তু’...
কল যতই শক্ত-হাতে বন্ধ হোক
কিছু জল তো বেরিয়ে যাবেই
র্যাণল্ড-সংখ্যার সৌজন্যে
নতুন কল না বসা অবধি...
(রচনাকালঃ ৩০-১০-২০১৭।)
.