পায়ের গোড়ালি ডুবিয়ে পার হওয়া জলো-জীবন ;
হাঁটু বেয়ে এলেই  বানভাসি...

শ্রাবণের ধারা-বৃষ্টিতে  
পাড়ার গলিটা প্রায়শঃই বাকিংহাম কেনেল...

বাঁধ ভাঙার কোলাহল কি শুনতে পাচ্ছ ?

না। জল–জব্দ...
বানভাসি হলেও বানভাসি বলে না কেউ ।

মত ভিন্ন; তাই
যেন ভিন- গ্রহের বাসিন্দা !

কোন কালেও বিজ্ঞাপন-আঁটা
রিলিফ-নৌকো আসে নি

তেমন  অপেক্ষাও  নেই...

(রচনাকালঃ ০৯-০৮-২০১৭ ও ০৮-১১-২০১৮।)












.