দোলা  লেগে  নড়ে  ওঠে  ব্যাগে  রাখা  কৈ ;
পাশে-চলা হাটুরেটি বলে- গোসাই! গোসাই...
গোসাই   শুনে,
ক'ন কানে কানে-
'ওটা কিছু নয়- তারে আমি জল-বেগুন কই ।'

(রচনাকালঃ  ২২-০৭-২০১৭ ।)













.