(Slogan:  No waste is cleaner
than No Waste.)

আমরা পচা-গলা পরিত্যক্ত-
কাছে থাকলেও থাকি নির্বাসিত ।
চাপা-দেওয়া ড্রেনে পড়ে থাকি-
কখনও বা বেছে নিতে হয় অন্ধকার নালী !
তোমরা  মানুষ! আছে মান আর হুঁশ ;
আমারা শ্বাসরুদ্ধ হলে, তোমরা  খুশ !
দুর্গন্ধ ! সে তোমরাই তো তৈরী কর-
আর শেষে নিজেরাই ভেবে মরো!

এ দুনিয়ায় ‘আমাদের’ প্রয়োজন নেই ;
তাই কী সরিয়ে রাখো-  দূরে সীমানায়
কিংবা, উচু সড়কের পাশে !
ভাল! প্রদূষণের হাত থেকে বাঁচো;
তোমাদের কর্পোরেশনের করি তারিফ!

তবুও হয় না কেন পণরক্ষা-
সে কি বিভাগীয় ভিতরি-সমস্যা ?  
নালী পারছে না আর, বইতে ভার-
অনুরক্ষণ জোড়া-তালি নির্ভর ;
নিজেদের মাঝে নেই সহযোগ !
জল উপচে পড়ছে- এই তো সুযোগ !
বেরিয়ে পড়বো আমরা ‘জীবাণু অস্ত্র’ হাতে-
দেখেবো তোমাদের স্বচ্ছ-দুনিয়াটাকে !

দেখলে না ! সেদিন কী হয়েছিল-
টাউনের পুব দিকটায়!
কলেরা কাবু করেছিল- সত্যি কিনা?
আমরা সামান্য পচা জল কিবা  ফেলনা-
তাই এল না কনভয়- পাড়া হাঁকিয়ে !
এল খান-কয়েক এম্বুলেন্স মাত্র ;
যেখানে লোক মরলো শত শত !

যদিও বলো- আমরা কাজের নয়, পরিত্যজ্য-
তবে, এক বার ভেবে দেখো-
কদর পেলে আমরাও গড়তে পারি ‘নতুন জমি’
লেণ্ড-ফিল-এ গিয়ে দেহদান করে;
বেলা ভূমিও করতে পারি শষ্য–শ্যামল ;
আর-

তোমরা নিজেদের পরিচয় ধরে রাখতে-
তখন প্রচার করো অষ্টপ্রহর-

...এ আমাদেরই সৃষ্ট সল্ট-লেইক নগর!


রচনাকালঃ  ১৩-০৫-১৯৯১  ও ০৯-০৭-২০১৭;
DBPATS46THUM.







.