আসি ফুল-বনে কেন তাকিয়ে বিষাদে ?
ফুল ফুলে রুষ্ট নহে- আনন্দ আনন্দে।
তোলো কেন কেশে ফুল যা'রে ধরে মনে-
কিম্বা লয়ে সুখে, ফেলো অনাদরে বনে?
যদি স্মিত-রুচি সাথে কাপুল পুলকে
হেরি তব মুখ পড়ে যাতনায়, সখে !
ভর্ৎসিবে যে তবে; ভয় করো তুমি তাকে।
মধুবনে ধরে মধু জানে সে প্রেমিকে।
দখিনা পবন যবে বহে কুঞ্জবনে
ফুল-ফল-পাতা-শাখা মাতে আন্দোলনে।
সুখী জনক-জননী সপুত্র-দম্পতি-
তারই মাঝে আছে সে ঐকতান-গীতি ।
ফুল-সম হাতে দিই- এই নাও ফুল-
'একা র’য়েও র'বে না একা বিলকুল'।
রচনাকাল: ১৫/০১/২০১৭ ।
___________________
* কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ © ২০২০ পিসি ।