যা জরুরী তা-ই করছি নিজে-
চষা মাটিতেই পুঁতেছি বীজ- নিশ্চিত চারা উঠবে গজে ।
বীজের অঙ্কুরণ হ'লে
পাখি নাববে; খাবে দল-দলে;
ভুলি নি তো হে ! এখনও রয়েছি কাজে !

(রচনাকালঃ ১১-১২-২০১৬ ।)




.