ঘুমোতে  যখন  যাই-  মুঠো-ফোন রাখি  
দেয়ালে, হুক’এ;  থাকে  নীরবতা  ধরে।
চোখ খুলতেই ফের,  তোমায়  যে দেখি!
‘চাট' চলে-  আমি  যাই অন্য এক  ঘরে।
সেখানে  তুমি ও আমি  ছাড়া  কেউ নেই
আর; চাইও না তা যে!  হাত-পা'ও চলে
নিজেই- সুপ্তোত্থিতা যেন কোন সে! যেই-
বাধা পায়, পথে-  ঘুম  ভাঙে  অকুস্থলে!

কবে যে  মিস্‌ড-কল্‌ এল-  লেখা  আছে
মনে ; কল্‌ করি ফের্‌- পাই না  তোমায়!  
পরক্ষণে-  কল্পনায়  চলে   যাই  কাছে;
বেলা   বয়ে  যায়,  হায়!  কথায়-কথায়!  
কত  কী যে ভাবি-  কবি  হ'লে হত ধন্য;                                
এমনই   কাটে    দিন,   নিট-ফল  শূন্য!

(রচনাকালঃ ১৬-০৭-২০১৭।)









_________________
*কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি  এলে  বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসিএস।



.