গ্রাম-  প্রকৃতির ; শহরটা-  মানুষের...

... দু'এর ব্যবধান ধরা পড়ে
যখন  গাঁ'য়ের বাতিল হওয়া বাঁশ-কাঠ
আর গৃহস্থালির নোনাধরা-চিড়ধরা অংশ
               ঠাঁই পায়,
                    শহরের
                          দালান-কোঠায়

চমকে-দেওয়া মেঝের টাইল-সিরামিকস্  
                   কিংবা পলেস্তারার শিল্প-মাধুর্যে !

(রচনাকালঃ ০৪-০৮-২০১৮।)  







.