সুদূর অতীতের কথাগুলো
নিঃশব্দপুরীর বাসিন্দা ;
অতলান্তিকে মায়া-ডাক পৌঁছলে
শব্দাতিক বেগে পাড়ি জমায়...
ছায়াহীন সোজা এক সফর
কোন জ্যোৎস্না-রাতে
যে বোঝে সে-ই দিতে পারে কোন নতুন ঠিকানা;
উজাগর সাইবার-পথ, পড়ে থাকে
চিলেকোঠার...
বর্ষণ-শেষে হাল্কা আকাশ ;
নারকেল পত্রশীর্ষে শরতের শেষ-বিন্দু জলে
এলইডি আলো...
আসবার কথা যার, এখনও তো এলোনা !
চোখ শুধু চেয়ে থাকে
দূর দিগবলয়ে...
(রচনাকালঃ ১৪-০৮-২০১৭ ।)
.