আহা, কে যে সৃজিয়াছে, এই তরুবীথি!
দেখি নি তারে, তবু যে মনে হয় চিনি!
তরু-রাশি আছে যত, যেন ওর সাথী,
মর্মরিয়া গাহে নাম দিবস-যামিনী
সুমন্দ সমীরে; জুড়ে যায় মোর হিয়া-
দেখিয়া দেখিয়া ; ঘন-পত্র-তরু-শাখা
তলে, জিরায় পথিক উত্তরীয় দিয়া ;
যে দিকে তাকাই শুধু- দূরে বনরেখা !
চরিয়া ধেনু আপনি, চলে দূরে গ্রামে;
এখনি তো যেতে হবে, দিন যে দিনান্তে!
সুন্দরী তরুবীথি যে ডাকে- মোর নামে;
রাখাল বালক আমি- কেমনে নিশ্চিন্তে
থাকি বসে ? দিতে হবে সবে, ধেনুগণে
গোধূলি-সন্ধ্যার সাথে, নিশ্চিতে বাথানে ।
(রচনাকাল: ১৪/০২/২০১৭ ।)
০৭-০৫-২০২০/২৮৪১
১৬-০৫-২০২১/৩৬৯৬ ভস।
_________________
* কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ © ২০২০ পিসি ।
.