উজান
যেন বেরিয়ে আসে জান ।
ভাটি
যেন সব মাটি ।
উজান
পেশীর বলে সাঁঁতার যেমন ;
আর ভাটি
চিৎ হয়ে জীবন কাটি ।

তাই  হেসে কয়
বিপ্লব রায়
নিজ অভিজ্ঞতায়-
ভাটির চেয়ে উজান ভাল ;
তা'তে রয় খাড়া
অন্তত শিরদাড়া ।


(KAL02022002)


.