( কিশোর কাব্য )

পাড়ায় এসে ঘর বেঁধেছে সদানন্দ রায় ;
সঙ্গে এলো এক আজব বিড়াল; পোড়া মাছ সে চায় !
সারা দিন তো থাকে ঘরে ;
ছাড়া পেয়ে রাতে, মাছ ধরে ।
নেইকো পুকুর সদা'র তবু রোজ মাছ-ভাত খায় !


রচনাকালঃ  ২৪-০৬-২০১৮
© পিসিএস ।







.