অসুস্থ মা; চিন্তা তখন একটাই- শো’ টাকা জড়ো করি কি ভাবে ;
টাকা চাওয়াটি মাত্র লোকটা বলে- কাজ করবে ? চল, ভাল মাইনে পাবে।
হায়, কী নিদারুণ পাত্র !
দশটা টাকাই তো মাত্র
চেয়েছিনু বিপদে ; দেবে না- আবার বলে কী, লোক খাটাবে !

(রচনাকালঃ ০৭-০৩-২০১৮।)









.