বয়োজ্যেষ্ঠদের  আশীর্বাদ  ও  সকল কবি-বন্ধু ও পাঠকের  শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে প্রকাশিত হতে চলেছে  আমার প্রথম কাব্য গ্রন্থ- ‘তুমি এলে বলে’।  প্রকাশনায় cleverfoxpublishing.com । বই খানি কিছু দিনের মধ্যেই amazon.com ও flipkart.com'এ  পাওয়া যাবে  ।

উক্ত বই'এর কবিতাগুলোকে পাঠকের আরও কাছে পৌঁছে দিতে সকল কবি-বন্ধুদের সহযোগিতা কামনা করি ।

ভাল থাকুন- সুস্থ থাকুন ।
পল্লব চৌধুরী  ।















_____________________________________________
* কাব্য গ্রন্থ  'তুমি এলে বলে' র প্রাপ্তি স্থান:
https://www.amazon.in/dp/9390507227  ;
https://www.flipkart.com/tumi-ale-bole/p/itm4d2be7d909e72






.