(কিশোর কল্প-বিজ্ঞান কথা)


সম্পদ আর মেধায় বুঝি পৃথিবীর নেইকো কোন জোড়া
তাই কী হানাদার ভিন-গ্রহীরা করছে তাড়াহুড়া !
যদি জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে অদ্যপি
আসবেই বা কেন তারা চুপিচুপি?
খোকা! বৃথাই তবে জেনো, খোঁজা- ট্রয়ের ঘোড়া ।

(রচনাকালঃ ১২-০৭-২০১৮।)





.