বড় উড়ু-উড়ু মন...
এল তো দু’দণ্ড বসতে পারে না !
অতিথিরও যেন তাড়া
                 ফেরার...

যার কথা মনে করে
কম্বল-বালাপোষের সূর্য-স্নান ছাদে ;
শেষে তারও কি স্থান হয় ফের ডিভানে ?

এখনও তারে মনে করি;
কবে কোন খানে দেখা হয়েছিল
চাঁদনি রাতে- একা ;
কুয়াশা ঝরছিল নৈঃশব্দ্যের বুক চিরে
ডাগর ডুমুর-পাতার প’রে...

সাগর-মাটি-আকাশ
সমাহিত কুয়াশার চাদরে...

কই, এখনও তো দেখি নি
শিশির-সুখে পাতার হাসি !

(রচনাকালঃ ২৬-০১-২০১৮।)











.