প্রাণীর প্রাণ যে বৃক্ষ- জানে বসুন্ধরা
স্নেহ রসে তাই তারে রাখে সে যতনে;
কিন্তু ভাগ্য বলে পেয়ে বৃক্ষ আত্মহারা
নহে ; নিত্য তার পত্র হরিৎ সর্ব জনে
ঢালে বিমল হাওয়া। খুঁজি ভালোবাসা
প্রাণের খেয়ালে- আসে বিহগ–বিহগী;
বাঁধে ঘর তরুশাখে; যোগায় সে আশা-
ক্লান্তি মুছে পান্থ কবে ফের- ওঠে জাগি।
বৃক্ষহীন স্থান- বলো, সুখদ কখন ?
প্রকৃতি আপনি আজ মেলি শীর্ণ-রূপ
জানাইছে কত মতে অবস্থা সঙ্গীন-
হীন শ্বাসযন্ত্রে দেহ যেমনি বিরূপ !
শত তীর্থ ভ্রমি হয় যে পুণ্য অর্জন
বৃক্ষ সৃজি তা পায়- যে জন বুদ্ধিমান।
(রচনাকালঃ ২৮-০৪-২০২৪
SERVATS)
.