মেঘমালারা এখন কোথায় ?
(বাতাসেই মিলে তার উত্তর।)
বৃষ্টির পর যাদের পূর্ণ অবকাশ
যে-দিকে-খুশি তারা যাবে;
তাদেরকে- কে আর
আটকে রাখে?
বৃষ্টিই ধুয়ে যায় জীবন-খাতার
আকাবুকি; তৈরি করে আবার একটা ক্যানভাস ।
পরিচিত আকাশ স্নিগ্ধ হয়; তারারা ফোটে ।
এই পট-বদলই আনে শারদ-সাজ ।
মেতে ওঠে মন; পা বাড়াতে ইচ্ছে করে
ফুলের বনে । পায়ে শিশির-স্পর্শ
নিতে গিয়ে দেখি-
শি-উ-লি-ও
রা-ঙা ঠোঁ-টে...
উফ! উৎসব যে সব দিকে;
নতুন সাজে বিশ্ব-চরাচর !
সবুজ ধানের মাঠ ফেলে বক গুলো
এবার নীল আকাশে বুকে
লিখে যাচ্ছে
ক্যালিগ্রাফি!
(রচনাকালঃ ১৫/০৯/২০২২
46 THUMATS)
.