দূ:স্বপ্নভরা অগভীর ঘুম
কী একটা অদৃশ্য অদ্ভুত সঙ্কেতে ভাঙে !
সকাল না হতেই ক্ষুধাতুর পেট খাবার মাঙে ;
খবর যায় হেড ওফিসে । পদ্যে নয়, গদ্যে ...
শেষে পা দ্রুত ছুটে । শরতের মিঠে রোদ
প্রেয়সীর মতো চুমো দিয়ে গায়ে অবাক মানে-
আরেঃ নির্বোধ না কি, না ন্যাকামো ?

ফুটপাথের একটা পাশে, জীর্ণ-মলিন বেশে
অসংখ্য মজদুর দাঁঁড়িয়ে; মৃদু স্বরের সংলাপ চলে-
এ ও'কে বলে- বেলা হল রে হে !
ছইত্তি বিদ্যা মাইরি, আজ কুড়ি টাকায়ও লিব
                                 কাজ পেলে হামি ।

রাস্তার ওধারে তাবুর  তলে
            কতক লোকের জমায়েত-
অনশন ধর্মঘটের ভাষণ চলছিল লম্বা কড়া-
সেদিক থেকে এসছিলো এক ক্ষেপা, আচমকা
পায়ে ব্রেক কষে থেমে
            বললে- আর না পেলে ?


(DBP01091993)


.