শীতের সকালে, সূর্য্য-স্নানে বানরের উল্লাস
এখনও শোনা যায়, পাহাড়তলিতে...
গ্রাম এগোলে বন কি পিছয়;
আদিম-প্রবৃত্তিরও কি লোপ নেই ?
সন্ধ্যায় যে আজ বাঘ ভোজ...
বাঘ বিরল প্রাণী; ধারেকাছে পাওয়ার
কথাও নয়; তবুও এক অনুভূতি সুযোগ পেলেই
চাগিয়ে ওঠে...
বনের বাদশার জন্য এ কি অর্ঘ্য-
নাকি বশীকরণ?
অদূরে, ওরা বাঘ ভোজ রেখে এসে
তিন তিন বার বললো- ‘ভালাভালি’ নাকি?
ভালাভালি । একে-অন্যের দিকে চেয়ে নিচ্ছি ;
গায়েও দিল কাঁটা...
বাঘ কি আর রান্না করা খাবার খায়?
অতঃপর,
আমরাই ভোজন সেরে
একটু ভয়ে ভয়ে, রাতে ঘরে ফিরি ।
(রচনাকালঃ ০৩-১১-২০১৭ ।)
_____________________
* বাঘভোজ গ্রাম-আসামের একটা
শীত কালীন ভোজ অনুষ্ঠান ।