কতটা স্পর্ধা থাকলে চার টুকরো গাছে
সমুদ্রে ভেসে থাকা যায়...
কতটা পরিশীলন থাকলে, বৈঠার টানে মাছ না পালায়,
কত সময় ভেসে থাকলে জলে, জেলের জীবিকা হয়;
কাঠ বুঝে না...
কখনও সে জলে সংপৃক্ত হলে
জেলেকে ফিরতে হয় সৈকতে-
মাছ-ধরা ফেলে...
জীবন, সমুদ্র আর আকাশ- যেখানে মিলেছে সবটাই তো নীল;
সুজন মাঝি! ছেড়ে দিচ্ছি তোমায়! যাও, কাট্ট্-মারাম নিয়ে
মহাসমুদ্রে-
ফিরে এলে আঁকা হবে তোমার আমার জলজ-কলাজ ।
(রচনাকালঃ ০৪-১১-২০১৭।)
_____________________________
* কাট্ট্-মারাম (তামিল- কাট্ট> বাঁধাই করা ; মারাম> গাছ)
বাঁধাই-করা গাছে তৈরী এক প্রকার নৌকো ।