আমার চোখ দু'টো
নয় আকাশের তারার মতো ;
ওষ্ঠাধরও নয় রাঙা-পেয়ারার মতো ;
নহি আমি চন্দ্রমুখী...

তবুও
এ ১৮'র আমি'কে
যতটুকু চিনেছি
তার সৌন্দর্য
পৃথিবীর কোন কিছুর চেয়ে
কম নয়...

(রচনাকালঃ ২১-০৯-২০১৮ ।)









.