(পরিবেশ আন্দোলনের কবিতা)
তখন আমার মেয়ে-বেলা ;
উড-পেন্সিল দিয়ে খাতায় ছবি আঁকছি-
কোন একটা ঘর । তুমি এসে তার পাশে
এঁকে দিতে একটা গাছ ;
আমি রাগ করতাম ...
তারপর
কখন থেকে আমার সৃষ্ট সব চিত্র জুড়ে
মিশে গেছে গাছ ...
এখন আমার বয়স আঠার;
এক সুনাগরিক ; দেশের আর্ট গ্যেলারীতে
আমার ছবি প্রদর্শিত হয় ; বুঝতে পারি
আমি শুধু স্বপ্ন দেখাই আর তুমি
স্বপ্নকে করে তুলো বাস্তব-
একজন
নির্মাণ-কর্মী
দেখছি-
তোমার নির্ধারিত বাস্তু-জমিতে গাছ পেলে
আমার শিক্ষার বিপরীতে
তুমি প্রথমেই কেটে ফেলো- গাছ ;
তারপর, সেখানে নির্মাণ করো ঘর ;
চারা গাছ যদিও বা লাগাও
সেগুলো কিন্তু মরে গিয়ে
শেষে প্লাস্টিক হয়ে ওঠে !
শিশুর স্বপ্ন যদি এমনি মরে
সবুজ পৃথিবী কি কেউ গড়তে পারে- বলো...
(রচনাকালঃ ১৫-০৩-২০২০।)
_________________
কাব্য গ্রন্থ 'তুমি এলে বলে' র প্রাপ্তি স্থান:
www.amazon.in/dp/9390507227
www.flipkart.com/tumi-ale-bole/
p/itm4d2be7d909e72
.