তোমারই তো হাত ধরে চলে আসা, এতো দূরে-
না বলা কথা’রা যে এখনও মনে ঘুরে ;  

কিছু বলতে যখনই আমি যাই-
প্রধান হয় যে তোমার কথাই ;

থাক সব কথা মোর- বলবো আমি তা সুরে ।



(রচনাকালঃ ২২/১১/২০১৬ ।)







.