( রম্য কাব্য )

দুনিয়াটা সোজার নয়, বেকা'র
তাই ছড়া কখনও আজ বেকার ।
যদিও ডিগ্রীগুলোর একটি অর্থ আছে
তবুও তার উল্লেখ আজ বেদনার ;
তাই প্রচেষ্টা রম্যে বলার-

এম.এ করা মা'র সাথে বি.এ করা বেকার বাবা ;
পাকা মেয়ে মা'কে বলে, ''বাবাকে তোমার
                              কেমন করে পাওয়া ?''
বি.এস.সি আর এম.এস.সি- শুনলে মনে হবে-
''এই তো বেশ ভাল আছি-
চাকুরী হ'লে ভাল একটা,
      যাব সোজা বি.আই.টি রাঁচী ।''
বি.কম আর এম.কম চিন্তা কি কিছু কম ?
তবুও সবার মুখে তারিফ হরদম-
               'ওরা বড্ড কুল এণ্ড কাম।'  
বি.ই'র অর্থ আজ টাকা শুধু ব্যয়,
পথের প্রান্তে, মেয়ে সব কেন
                    দেঁতো হাসি দেয়- হে হে হে ?                    
এম.বি.বি.এস বড় লম্বা নাম-
                    তাই একটাই কোয়েশশন-
'পাড়ায়  গিয়ে দেবে কি শুধু  ইনজ্যেকশন ? '

অনেক কষ্টে মিলেছে উত্তর অদ্য ;
হায় ! হায় !  করে কয় হাতুড়ে বৈদ্য-
'যে দেশ দিতে নারে যোগ্যের মান
হেথায় হেলায় কাটাবে রে তোরা
মা-বাবার বেকার সন্তান (এম.বি.বি.এস) ?'

রচনাকালঃ ০৭-০৩-১৯৯৫ ।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)




.