কত যে বলি- আর না,
যত্ত সব বেকার ভাব-ভাবনা;
এখানেই দাড়ি টানবো !
তবুও মাঝে-মাঝে কেন
যেন আয়নাটা ধরি
তেলেদাড়ি হয়ে তো আর বেরনো যায় না;
দাড়িগুলো তো কাটবো...
আয়নাটা ধরলেই একটা মুখ ভেসে ওঠে-
একরাশ রেশমি চুল, মুখ গোল,
অনার-দানা দাঁত, কড়ির মতো হাত...
তবে ডান চোখটা ডানই ঠেকে,
বাঁঁ চোখ বাঁঁ ; বিজ্ঞানের কথা- তাও খেয়ে বসা-
হায় রে ! এ'কেই বলে ক্ষেপা !
এরকম প্রতি সপ্তাহে আমি বার ক'এক
রেজর্-আয়না ধরি, শ্যেভিং ক্রিম-যোগে
শ্যেভ্ করি- তারপর আফটার শ্যেভ্ ...
আসলে, আয়নায় আমি একটা পূর্ণ
ছবি দেখি না
ব্যেটার্ হাফ'ই দেখি ।
(রচনাকালঃ ১৯৯৫ ।)
© পিসিএস ।
.