(কিশোর কাব্য)

এমন যক্ষি ছেলে যেন কেউ, ধরে না গো পেটে;
পিঁপড়ের পিঠে চিমটি কেটে- এমনি ডানপিটে
ফেলে অন্য পিঁপড়ের মাথে!
লড়াই যখন বাঁধে, সাথে-সাথে
উল্লাসে সে মাতে; দেখলে-  পিত্তি জ্বলে ওঠে !


(রচনাকালঃ  ১৬-১০-২০১৯।)




.