আকাশের মেঘ ক্রমে ডিজিটাল;
ফুরফুরে বাতাসে ফাইল-ট্রান্সফার ব্যস্ততা...
সাময়িক ফাইল মুছে-নেওয়া আনন্দে
ডিক্স-স্পেস ; মন চনমন...
দূরে সাদা কাশবন আর শিউলি-মঞ্জরী,
দূর্বা-শাখে শিশিরের সুখ-
খালি চোখ পায় নি এখনও
যার হদিস...
সময়ের ডিজিক্যাম ধরে আছে সব ;
জুম করে নিলেই তো
শরতের ছবি!
(রচনাকালঃ ২০-০৮-২০১৭ ।)
.