হে ! নদী ! সদাই তুমি পড় মোর মনে;
তাই আসি ফিরে ফিরে সাগর সঙ্গমে-
তীর্থ-প্রেমী যথা তীর্থে খুঁজে আত্ম-জনে
মনে রাখি তার স্বর । পড়ে যে মরমে
কলকল ধ্বনি সদা ! বসে আছি যেন
তব তটে ; গাহি নাম বিদেশ-বিদূরে।
পাই তব স্রোত-রূপী স্নেহ-সুধা ধন-
আসে অন্য-করপুট ধরি, এ কুটিরে ।
কী যাতনা লয়ে বুকে মাতা, সন্তানেরে
ছাড়ে দূর দেশে! ভাবি, বসি এ নিরলে।
কিন্তু যদি দোষ ধরো- ক্ষমিও আমারে
স্বগুণে; তুমি তো শাখা-কাণ্ড-মূল জলে
মিশি, পড়িছো সাগর হৃদয়-গহীনে।
নহি দূর, মা গো ! যত তা সরজমিনে।
রচনাকালঃ ২৭/০১/২০১৭
© পিসিএস ।
___________________
* রুকনি মিজোরাম-আসাম সীমান্তে
প্রবহমান একটা নদী ।
** কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ © ২০২০ পিসি ।