বাপ-দাদার মুখে শুনে এসছি-
বেড়াল মারলেও না কি বিচার হত
ষোল আনা, সাহেব জমানায় ।
এখন প্রায়শই খবুরে কাগজ লিখছে,
মরছে মানুষ গরু-ভেঁড়া-ছাগল-মোষের মৃত্যু,
বাসে-ট্রামে দূর্ঘটনায়, গণ-পিটুনিতে,
           ডাইনী কিবা চোর সন্দেহে ।
সেদিন ছিলো বীর বিপ্লবীদের-
সাহস ও ত্যাগে  তারা রচেছিল অগ্নিযুগ ।
নির্ঘুম সাহেবের আগুন চোখে
                ওরা ছিলো 'টেরোরিষ্ট ' ।

এখন সাহেবরা নেই,
দেশটা শাসন করছে  নিজের দেশের লোকেই
তবুও মাঝে মাঝে কারা
'এ.কে-ফরটি সেভেন' হাতে রক্ত ঝরায়
মেতে ওঠে নিরীহ প্রাণে মারণ খেলায়-
এখানে-ওখানে,  কাছে-দূরে-সীমান্তে ?
তাই স্বভাবতই প্রশ্ন জাগে মনে-
কারা এই রসদ যোগায়
            এ নির্মম রক্ত হানিতে ?
অলক্ষ্যে করোটি জানান দেয়-
নিশ্চয় তারা নয় যারা বাঁচতে জানে
রোদে পুড়ে আর জলে ভিজে !


(KAL17AV27012002)